ফুলবাড়ীর বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জির উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ডের বস্ত্র বিতরণ

বাসুদেব পাত্র, স্বচ্ছ বার্তা, শিলিগুড়ি -
 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71 তম জন্মদিন উপলক্ষে সারা দেশজুড়ে সেবা সপ্তাহ উদযাপন হচ্ছে. এই সেবা সপ্তাহ উপলক্ষে 19 নং ডাবগ্রাম -ফুলবাড়ী জনসভার বিধায়িকা শ্রীমতি শিখা চ্যাটার্জির উদ্যোগে শিলিগুড়ি সাংগঠনিক জেলার 6 নং মন্ডলের 31 নং থেকে 35  নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়়. এই  অনুষ্ঠানে প্রায় দু'শো মানুষ কে বস্ত্র দান করা হয়়. 

Comments