নতুন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কে সংবর্ধনা দিলো 12 টি জেলার কার্যকর্তারা পুরানো রাজ্য পাটি অফিসে.

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
 বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কে আজ রাজ্য পার্টি অফিসে সংবর্ধনা দিলো 12 টি জেলার কার্যকর্তারা. কিছুদিন আগে রাজ্য বিজেপির পক্ষ থেকেও সল্টলেকে  একটি প্রেক্ষাগৃহে সম্বর্ধনা দেওয়া হয়েছিল.
 যার বেশির ভাগ কার্যকর্তা দীর্ঘদিনের লড়াকুু নেতৃত্ব. সুকান্ত বাবু সভাপতি হওয়ার ফলে এই সমস্ত কার্যকর্তাদের মনে আশার সঞ্চার হয়েছে. যদিও গতকাল তিন বিধানসভা আসনে বিজেপির হার হয়েছে. কিন্তু এই হার নিয়ে এই সমস্ত কার্য কর্তাদের মনে কোন আশঙ্কা তৈরি হয়নি. তাদের বক্তব্য সর্বস্তরের মানুষ বিজেপির সঙ্গে আছে. তাই ঘুরে আমরা  দাঁড়াবোই.  আগামী লোকসভা নির্বাচনে বিজেপি আগের বারের থেকে বেশি আসন নিয়ে জয়লাভ  করবে বাংলায়.
 বারাসাত সাংগঠনিক জেলার দীর্ঘদিনের বিজেপি নেতৃত্ব তাপস মিত্র কে এদিন খুশ মেজাজে দেখা গেলো.তিনি রাজ্য পাটি অফিসে সুকান্ত মজুমদারের পাশেে দাড়িয়ে পুরানো কার্যকর্তাদের সাথে কুশল বিনিময়় করলেন.
তিনি বলেন, বিজেপির শক্তি বাংলায় বেড়েছে. নতুন রাজ্য সভাপতি পেয়ে পুরানো কার্যকর্তারা নতুন উদ্যোমে কাজ শুরু করবে. পূজার পরেই শুরু হবে বিজেপির আন্দোলন. মিডিয়া যেভাবে বলছে বিজেপি বাংলায় কিছু করতে পারবে না সেটা মিডিয়ার ভুল ধারণা. আগামী লোকসভায় নতুন সভাপতির নেতৃত্বে বিজেপি এমন ফল করবে  বাংলার মিডিয়া তাকিয়ে দেখবে .

Comments