শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বনগাঁ - প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে আজ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বনগাঁ এক নম্বর রেলগেট থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল. বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার শুরু হয়েছে তার প্রতিবাদের আজকের এই বিক্ষোভ মিছিল.
দুর্গাপূজার সময় নোয়াখালী থেকে যে গন্ডগোলের উৎপত্তি হয় বাংলাদেশ. সেই গন্ডগোল দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশের 52 টি জেলা জুড়েই.
হিন্দু মঠ মন্দির গুলি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে. এমনকি ইসকন মন্দির ও রামকৃষ্ণ মঠকেও ছাড় দেয়া হয়নি. এখানেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে. স্বামী প্রভুপাদ এর মূর্তি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে মৌলবাদীরা.
এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতে জেলা বিজেপি বিক্ষোভ মিছিল করে.
আজকের মিছিলে কয়েকশো মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে. মিছিলের আহবায়ক বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার. আজকের মিছিলে উপস্থিত থাকতে দেখা গেছে হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকারকে. কিন্তু বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়নি.
Comments
Post a Comment