শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
ভারত সরকার এক মাসের ব্যবধানে সাধারণ মানুষের জন্য দুটি পরিষেবা পাওয়ার জন্যে অনলাইনে দরখাস্ত চালু করলেন. যার ফলে ভারতবর্ষের 130 কোটি সরাসরি মানুষ উপকৃত হবে. জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পরিষেবার আওতায় আসতে পারেন.
এই দুটো প্রকল্প এর মধ্যে আসতে পারেন জাতি ধর্ম নির্বিশেষে ভারতের সমস্ত 130 কোটি মানুষ. সরাসরি অনলাইনে দরখাস্ত করতে পারবেন উপভোক্তা.প্রত্যেক ব্যক্তির আধার কার্ডে অবশ্যই মোবাইল নং লিংক থাকতে হবে এবং সেই নং চালু থাকতে হবে. A) e Sharm Card করতে পারবেন ভারতে বসবাসকারী16 থেকে 59 বছরের মধ্যেযে সমস্ত মানুষ.( যারা সরকারি চাকুরীজীবী ও ইনকাম ট্যাক্স এর আওতায় পড়েন তারা বাদে).156 কাজের প্রকার কাজের সাথে যুক্ত ব্যক্তি এই কার্ড করতে পারবে. B) ভারতে বসবাসকারী যে সমস্ত মানুষের আধার কার্ড আছে এবং মোবাইল নাম্বার আছে, তারা প্রত্যেকেই ডিজিটাল হেলথ কার্ড করতে পারবেন . eShram কার্ডের সুবিধা হল এই কার্ড করার সাথে সাথে 2 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমার সুবিধা পাওয়া যাবে. আংশিক দুর্ঘটনার জন্য 1লক্ষ টাকার বীমা.হয়তো আগামী দিনে এই UAN ( ইউনিভার্সাল অ্যাকাউন্টট নাম্বার ) এর মাধ্যমে সমস্তত সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যেতে পারে.
27 সেপ্টেম্বর 2021 (সোমবার), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ndhm.gov.in ডিজিটাল হেলথ আইডি কার্ড 2021 ঘোষণা করেছেন। এখানে আপনি ডিজিটাল স্বাস্থ্য পূরণ করতে পারেন আইডি কার্ড নিবন্ধন ফর্ম 2021 অনলাইনে একই ওয়েবসাইটে ndhm.gov.in। যাইহোক, ঘোষণাটি 15 ই আগস্ট 2021 এ ঘোষণা করা হয়েছিল যা প্রধানমন্ত্রী নরেন্দ্র লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসে করেছিলেন। অবশেষে বিজেপি সরকারের পাইলট প্রকল্প গুলি সামনে নিয়ে এলো.। তাই ডিজিটাল হেলথ আইডি কার্ড চালু করা হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের (ভিসি) মাধ্যমে।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গুলির সুবিধা সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্ট এ চলে আসবে.
Comments
Post a Comment