শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন প্রতি তিনটি লোকসভার মধ্যে একটি করে হাসপাতাল করা হবে.
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পরে এমন প্রত্যেককে ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হবে. এই হেলথ কার্ড ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক পাবে.
আজ সকাল 11 টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী. যার ফলে ভারতবর্ষের 135 কোটি মানুষের সুবিধা হবে সরাসরি এই হেলথ কার্ড এর মাধ্যমে.
যার ফলে অত্যাবশ্যকীয় জীবনদায়ী ওষুধ গুলির দাম কমতে পারে.প্যারামেডিকেলে সুযোগ সুবিধা বাড়তে পারে এর সাথে যুক্ত ব্যক্তিদের.
Comments
Post a Comment