শ্রী হরিচাঁদ ঠাকুর কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার
শুভকল্যাণ বিশ্বাস, বনগাঁ, স্বচ্ছবার্তা -
বনগাঁয় তৃণমূল সমর্থিত মতুয়া মিলন মেলায় শ্রী হরিচাঁদ ঠাকুর কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলো রানী সরকার. মতুয়া মিলনমেলার মঞ্চে বক্তব্য দিতে গিয়ে আলো রানী দেবীী বলেন , শ্রী হরিচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য যেভাবে কাজ করেছেন ঠিক সেই ভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কাজ করে চলেছেন.আর এটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক. আলো রানী দেবীর এই তুলনা টানা নিয়ে মতুয়া মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে.
তৃণমূলের সমর্থনে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন তাদের মধ্যেযে বিশেষ প্রতিক্রিয়া দেখা না দিলেও বিজেপি সমর্থিত মতুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে.
Comments
Post a Comment