আজ আকাইপুর পঞ্চায়েতের প্রধান বাবলু পাল এর বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রায় 1000 বাসিন্দারা অভিযোগ করেছেন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা ভ্যাকসিনের প্রথম ডোজ পাইনি। সূত্র থেকে জানা যাচ্ছে 1000 ভ্যাকসিনের কুপন থেকে 500 কুপন সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল বাকি কুপনের খোঁজ পাওয়া যায়নি।এরপর ভোগান্তির শিকার হয়ে তারা বাড়ি ফিরে আসেন ভ্যাকসিন না নিয়ে। যদিও প্রধান বাবলু পাল অভিযোগ অস্বীকার করেছে। ভ্যাকসিনের লাইনে মানুষজনের মুখে কোন প্রকার মাক্স লক্ষ্য করা যায়নি। শুধু তাই নয় কোনো রকমের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি ভ্যাকসিনের লাইনে। ভ্যাকসিনের লাইনে দাঁড়ানো একজন মহিলা অভিযোগ করেন তিনি দীর্ঘ তিন মাস ধরে ভ্যাকসিনের লাইন দিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত তিনি প্রথম ডোজ নিতে পারেননি। আজও সেই একই অবস্থা লাইনে দাঁড়িয়ে বিকালের দিকে বলছে ভ্যাকসিন নেই। লাইনে দাঁড়িয়ে কেউ কেউ অভিযোগ করছে ভ্যাকসিন চুরি গেছে।
Comments
Post a Comment