অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি আছেন কেশব ভবনের কেশব রাও দীক্ষিত.

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - 
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বর্ষীয়ান স্বয়ংসেবক বা কেশব ভবনের নির্মাতা কেশব রাও দীক্ষিত. আজকে তাকে হাসপাতালে দেখতে যান রাহুল সিনহা. এদিকে আজকে  হঠাৎ করে  দিল্লিতে তলব  বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির.  তাদের সফর সঙ্গী হয়েছেন অমিতাভ  চক্রবর্তী. নাগপুর থেকে  স্বয়ংসেবক হয়ে এসে কলকাতাই কাটিয়ে গেলেনন সারাটা জীবন.
 কেশব ভবন নির্মাণ তার হাতেই. কেশব রাও দীক্ষিত এর সুস্থতার খবরে স্বয়ংসেবক ও বিজেপির মধ্যে মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে.

Comments