বিপুল জানা, খড়গপুর, স্বচ্ছ বার্তা -
আজ খড়গপুর রেলওয়ে স্টেশনে দ্বিতীয় ফুট ব্রিজের উদ্বোধন করলেন খড়্গপুরের সংসদ দিলীপ ঘোষ.
দক্ষিণ পূর্ব্ব্ব্ব রেলওয়ে শাখার খড়গপুর স্টেশন এর যাত্রীদের চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছিল.একটি ফুট ব্রিজ দিয়ে যাত্রীদের যাতায়েত করতে অসুবিধা হতো. দিলীপ ঘোষের কাছে লোকসভার মানুষের দীর্ঘ দিনের দাবী ছিলো এই ফুট ব্রিজের. খড়গপুর বাসির দীর্ঘদিনের এই আশা আজ পূর্ণ হলো. লক্ষ লক্ষ মানুষ এই ফুটব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে ফলে. এর ফলে পুরোনো ব্রিজটার উপরে চাপ কম পড়বে.

Comments
Post a Comment