ওয়েবডেস্ক, স্বচ্ছ বার্তা - এবারের আমেরিকা সফর শেষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরিয়ে নিয়ে এলেন প্রায় দুই হাজার বছর পুরানো 157 টি বিভিন্ন ধর্মের মূর্তি. যে দেশে প্রবেশ নিসিদ্ধ হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদির জন্য.সেই দেশের মানুষ নরেন্দ্র মোদির ভাষণ শোনার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকছে.
গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন . সেই সময় সারা বিশ্ব তাকে ব্যান্ড করেছিল.আজকে সারা বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতা প্রধানমন্ত্রী মোদিজীর সাথে দেখা করার জন্য অপেক্ষা করে থাকেন.
তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন সারা বিশ্ব অবাক হয়েছিল কি ভাবে এটা সম্ভব. গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদী কে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে প্রচুর বিরোধী নেতা নেত্রী. তারপর 2014 সালে ক্ষমতায়়় এসেই বিদেশ সফর শুরুুু করলেন নরেন্দ্র মোদী. কংগ্রেস সুট বুটের সরকার বলতে শুরু করলেন.আর নরেন্দ্র মোদী নিজেকে দেশের চৌকিদার বললেন. কংগ্রেস সেটা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি. আজ নরেন্দ্র মোদী সারা বিশ্বের জনপ্রিয়তম নেতা. একে একে সকলকে পিছনে ফেলে তিনি হয়ে উঠেছেন সর্বে সর্বা. আমেরিকার মানুষ তার ভাষন শুনছে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে. ভারত নরেন্দ্র মোদীর রাজত্বকালে নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে. আবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছেন . ভারতে আজ বিশ্ব গুরুর পথে এগিয়ে চলেছে. এই করোনা মহামারীর মধ্যেও কুড়ি শতাংশ জিডিপি অতিক্রম করেছে.বিদেশে খাদ্যদ্রব্যয রপ্তানি করছে. আর এইসব কৃতিত্ব দাবি রাখতে পারেন প্রধানমন্ত্রী.


Comments
Post a Comment