শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
একাত্ম মানব বাদের জনক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন উপলক্ষে আজ পৌর মন্ডল দক্ষিণের পক্ষ থেকে জন্মদিন পালন করা হলো।
কিন্তু বনগাঁ পৌর মন্ডল উত্তরের পক্ষ থেকে সেভাবে লক্ষ্য করা যায়নি আজকের এই অনুষ্ঠান। আজকের এই জন্ম দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মন্ডল দক্ষিণের সভাপতি সুবীর সরকার, অপূর্ব রাহা , জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা সাহা, মন্ডল মানস বিশ্বাস, বিকাশ দাস,সহ অনেকে।
Comments
Post a Comment