পদত্যাগ করলেন রাজ্য সরকারের এডভোকেট জেনারেল কিশোর দত্ত.

 শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ গুপ্ত ক্ষোভ অভিমান নিয়ে পদত্যাগ করলেন সরকারেরই এডভোকেট জেনারেল কিশোর দত্ত.এই পদত্যাগের কারণ হিসেবে উঠে এসেছে ,রাজ্য সরকারের একের পর এক কেসে হাইকোর্টে হারের ধাক্কা সামলাতে পারেননি কিশোর বাবু। প্রতিনিয়তঃ হাইকোর্টের কাছে রাজ্য সরকার যেভাবে নাস্তানুবাদ হচ্ছে সেই চাপ তিনি সামলে উঠতে পারেননি । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন একটা দুটো ফলস কেস হলে লড়া যায় কিন্তু যদি 100% ফলস কেস হল সেটা লড়া যায় না।
এডভোকেট জেনারেলের পদত্যাগের সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি হল। এতদিন বিরোধীরা যে অভিযোগ করে আসছিল সেটাই প্রমাণিত হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোন সহকারী অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলে বুঝতে হবে সরকারের ওপর প্রবল চাপ তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। 

Comments