শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ গুপ্ত ক্ষোভ অভিমান নিয়ে পদত্যাগ করলেন সরকারেরই এডভোকেট জেনারেল কিশোর দত্ত.এই পদত্যাগের কারণ হিসেবে উঠে এসেছে ,রাজ্য সরকারের একের পর এক কেসে হাইকোর্টে হারের ধাক্কা সামলাতে পারেননি কিশোর বাবু। প্রতিনিয়তঃ হাইকোর্টের কাছে রাজ্য সরকার যেভাবে নাস্তানুবাদ হচ্ছে সেই চাপ তিনি সামলে উঠতে পারেননি । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন একটা দুটো ফলস কেস হলে লড়া যায় কিন্তু যদি 100% ফলস কেস হল সেটা লড়া যায় না।
Comments
Post a Comment