শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা-
দুর্গাপূজার পরেই কি তৃতীয় ঢেউ আসতে পারে. মানুষ আতঙ্কে আছেন তৃতীয় ঢেউ নিয়ে. বিশেষ করে বাংলার মানুষ. দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব. সেই উৎসবে শামিল হতে মানুষ রাস্তায় বেরোবে. তখনকার সময় একটা আশঙ্কা থেকে যাচ্ছে. আর এই সময় আবহাওয়ার পরিবর্ততন ঘটে. জ্বর সর্দি-কাশি স্বাভাবিকভাবে মানুষের হiয়ে থাকে.
এর মধ্যে মৃত্যু হয়েছে 4 লক্ষ 48 হাজার 997 জনের. সুস্থ হয়ে ফিরেছেন 3 কোটি 12 লক্ষ 20 হাজার 981 জন.
ভারতে মোট টিকাকরণ হয়েছে 90 কোটি 61 লক্ষ 55 হাজার 473 জনের. আর এই টিকা করনের মধ্যে দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে 65 কোটি 97 লক্ষ 44 হাজার 381 জন.
যত বেশী টিকাকরণ হয়েছে তত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে. যদিও শিশুদের অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে উত্তরবঙ্গে. প্রবল জ্বর শ্বাসকষ্ট নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি চিন্তায় ফেলেছে ভারতীয় চিকিৎসা মহলকে.
কিছুটা নিউমোনিয়া ও কিছুটা করোনার লক্ষণ দেখা যাচ্ছে আক্রান্ত শিশুদের মধ্যে.
একটি তথ্য আপনাদের অবাক করতে পারে. করোনায় প্রায় সাড়ে চার লক্ষ মানুষ প্রায় দুই বছরে মারা গেছে.যদিও এই সময়ে মানুষ বেশী রাস্তায় বের না হওয়ার কারনে দুর্ঘটনাজনিত মৃত্যু কম হয়েছে. কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন বিভাগ থেকে জানা যায় 2017 সাল থেকে 2020 পর্যন্ত সড়ক দুর্ঘটনায়ও প্রায় সাড়ে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিলো.
2017 সড়ক দুর্ঘটনা ঘটে 4 লক্ষ 64 হাজার 910 টি. তার মধ্যে আহত হন 4 লক্ষ 70 হাজার 975 জন. আর এর মধ্যে মারা যায় 1 লক্ষ 47 হাজার 913 জন মানুষ.
2018 সালে দুর্ঘটনা ঘটে 4 লক্ষ 67 হাজার 044 জনের. আহত হন 4 লক্ষ 69 হাজার 418 জন. এর মধ্যে মৃত্যু হয় 1লক্ষ 51 হাজার 417 জন.
2019 সালে মোট দুর্ঘটনা হয় 4 লক্ষ 49 হাজার 2টি. এবং আহত হয় 4 লক্ষ 51 হাজার 361 টি. মারা যায় দুর্ঘটনায় 1লক্ষ 51 হাজার 113 জন.
অর্থাৎ করোনা ভারতে আসার আগে শেষ দুই বছরে সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারিয়েছে প্রায় 3 লক্ষের উপরে. এই পরিমানে মৃত্যু কিন্তু করোনার মধ্যে হয়নি পরিবহন বন্ধ থাকার কারণে. এই তথ্য অনেক মানুষকে অবাক করে দিতে পারে. কিন্তু এটাই বাস্তব সত্য. যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় কত মানুষ করোনায় মারা যায়নি বলতে পারেন.
করোনা থেকে বাঁচতে যেটা প্রথম শর্ত সেটা হল টিকাকরণ সম্পন্ন করা. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভারতের চিকিৎসক মহল মনে করছে তৃতীয় ঢেউ নাও আসতে পারে ভারতে.
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এক বার্তায় বলেন তৃতীয় ঢেউকে রুখে দেয়া সম্ভব হবে.
তবুও সাধারন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করে রাস্তায় বেরোনো উচিত.
অবশ্যই প্রত্যেক মানুষকে করোনার টিকা দুটি ডোজই সম্পন্ন করতে হবে.
Comments
Post a Comment