সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার কারণে কিছু জেলা সভাপতির পদ খোয়াতে হতে পারে

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার কারণে পুরনো কর্মীদের মনে কিছুটা হলেও উৎসাহ জেগেছে তার কারণ সুকান্ত মজুমদার একজন সৎ এবং স্বচ্ছ ব্যক্তি হিসেবে পরিচিত আছে।পুরনো কর্মীদের মনে উৎসাহ জাগলেও কিছু কিছু জেলা সভাপতির মনে কিন্তু আশঙ্কা জেগেছে তাদের সভাপতির পদ থাকবে কিনা তা নিয়ে। এই মুহূর্তে যে সমস্ত জেলা সভাপতির পদ যাওয়ার সম্ভাবনা আছে তাদের মধ্যে অন্যতম হলো বারাসাত সাংগঠনিক জেলা ,নদিয়া উত্তর সাংগঠনিক জেলা, বর্ধমান সদর জেলা, পুরুলিয়া জেলা, মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলা পরিবর্তন হতে পারে। তবে রাজ্য কমিটিতে ও বিরাট পরিবর্তন আসতে চলেছে এটা সূত্রের খবর। 
এবার বিভিন্ন জেলায় স্তরের নেতৃত্বকে তুলে এনে রাজ্য কমিটিতে স্থান দেয়া হতে পারে বলে সূত্রের খবর। কলকাতা নির্ভর রাজ্য কমিটি এবার নাও হতে পারে।কাছের লোকের ফর্মুলা এবার নাও চলতে পারে কাজের লোক দিয়ে রাজ্য কমিটি গঠন হবে এবং জেলা সভাপতি গুলো তৈরি হবে পুরনো এবং স্বনির্ভর নেতৃত্ব দিয়ে।পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির কমিটিতে এমন অনেক নেতৃত্ব আছেন তাদের বাড়ির পাশের লোক চেনেন না তিনি বিজেপি করেন কিনা।
সেই সমস্ত নেতারা এবার তাদের পথ খোওয়াতে চলেছেন।প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সখ্যতা বজায় রেখে যে সমস্ত নেতারা রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন এবং জেলা সভাপতি পদ ধরে রেখেছেন তাদেরকেও এবার পদ খাওয়াতে হতে পারে। এছাড়া মুকুল ঘনিষ্ঠ যে সমস্ত নেতারা রাজ্য কমিটি এবং জেলার বিভিন্ন স্তরে পদে বসে আছেন তাদের পদ যাওয়ার সম্ভাবনা আছে।পুজোর আগেই গঠন হয়ে যেতে পারে রাজ্য কমিটি। রাজ্য কমিটিতে জায়গা পেতে পারেন বর্তমান কমিটির বেশকিছু নেতৃত্ব তবে বেশিরভাগ নেতৃত্বকেই পদ খোয়াতে হতে  পারে।

Comments