পশ্চিমবঙ্গের নতুন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

শুভ কল্যাণ বিশ্বাস , স্বচ্ছ বার্তা- সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।অনেকদিন ধরেই জল্পনা চলছিল বিজেপি রাজ্য সভাপতি কে হবে সেটা নিয়ে। রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নাম ছিল প্রথমেই অরিন্দম গাঙ্গুলী ,সুকান্ত মজুমদার ,দেবশ্রী চৌধুরীর নাম।সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের পছন্দের পাত্র হিসেবে পরিচিত। সেক্ষেত্রে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির না থাকলেও তার পছন্দের পছন্দের মানুষ রাজ্য সভাপতি হওয়ার কারণে সাংগঠনিক দিক থেকে তার একটু সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। সুকান্ত মজুমদার এর নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করেছিলেন দীলিপ ঘোষ নিজেই। 
সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে তিনি পিএইচডি করেছেন। তিনি মৃদুভাষী এবং উচ্চ শিক্ষিত একজন ভদ্রলোক। 1979 সালের 27 শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে তিনি জন্মগ্রহণ করেন।সুকান্ত বাবু বালুরঘাট থেকে অর্পিতা ঘোষকে প্রায় 33 হাজার ভোটে পরাজিত করে তিনি সংসদ হয়েছেন। তিনি 2008 সালে বিবাহ করেন তার দুই সন্তান। তার স্ত্রীর নাম কোয়েল চৌধুরী মজুমদার।
   তবে শেষ মেশ সুকান্ত মজুমদার এর নাম এলো। 

Comments