দীপশিখা ঢালী, নদিয়া, স্বচ্ছ বার্তা - আজ নদীয়া নাকাশিপাড়া বিডিও তে শংসাপত্র এর দাবিতে আদিবাসীরা ডেপুটেশন দেয়. নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস. এই এই পঞ্চায়েতের অধীন নতুন গোটাপাড়া গ্রাম ও শিমলা গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত জাতি শংসাপত্রর না থাকার কারণে. তাদের দীর্ঘদিনের দাবী তাদের কাছে 1981 সালের তপশিলি জাতি ও তপশিলিিি উপজাতি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র থাকা সত্ত্বেও কেন বর্তমান সরকার তাদের শংসাপত্র দিচ্ছে না. যদিও আজকে ডেপুটেশনের সময় ভিডিও মৌখিকভাবে কথা দিয়েছেন আগামী 5 নভেম্বর এর মধ্যে আদিবাসীদের শংসাপত্রর দেওয়ার ব্যবস্থা করবেন. আজকের ডেপুটেশনে উপস্থিত 50 জন মত আদিবাসী মানুষ , নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সভাপতি অনুপ কুমার মন্ডল, নাকাশিপারা পঞ্চায়েত সদস্য সঞ্জয় সরদার সহ অনেকে.
Comments
Post a Comment