শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -নদীয়া জেলায় BLO দের দ্বারা SIR ফর্ম বিলি হওয়ার পর থেকে সাধারণ মানুষদের ফর্ম ফিলাপ করতে অসুবিধা হচ্ছিল বা সাধারণ মানুষ বুঝতে পারছিলো না কি করে ফিলাপ করবে SIR ফর্ম।
এই অসুবিধার কথা মাথায় রেখে বিজেপি নেতারা পাড়ায় পাড়ায় কাম্প করে SIR ফর্ম নির্ভুল ভাবে ফিলাপ করতে সাহায্য করছে।
এছাড়া BLO দেরও কিছুটা কষ্ট কমাতে সাহায্য করছেন স্থানীয় বিজেপি নেতারা।
পলাশীপাড়া ও নাকাশিপাড়া বিধানসভা জুড়েই এই কাজ লক্ষ্য করা গেছে।
হঠাৎ করে BLO দের চাপ বেড়ে গেছে SIR ফর্ম বিলি করা থেকে শুরু করে আপলোড করা। তবে এই চাপ যে খুবই কষ্টের সেটা নয়। BLO রা নিজের এলাকায় কাজ করছে নিজেদের বাড়িতে বসে তাতেও যদি তাদের চাপ হয় সেটা কোনো যুক্তিতে মানা যায় না।
তবে হটাৎ করেই প্রচুর চাপ বেড়ে গেছে এটা মানা যায়। কিন্তু সেই চাপে কেউ আত্মহত্যা করে বসবে এটা মানা যায় না। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পলাশীপাড়া নাকাশিপাড়া চাঁদপাড়া ও কালিগঞ্জ বিধানসভায় প্রচুর SIR ফর্ম নেওয়ার লোক পাওয়া যায়নি। সরল কথায় বলতে গেলে ভোটারদের নিজের এলাকায় পাওয়া যায়নি অনেক ভোটার কে।
কিন্তু শাসক দলের কিছু নেতা BLO দের চাপ দিয়ে সেই ফর্ম নিজেরা ফিলাপ করে জমা দিচ্ছে। এর ফলে অনেক BLO নিজেদের যে গাইডলাইন বেঁধে দিয়ে দিয়েছে সেই আইন মেনে কাজ করতে পারছে না।
কিছু দিন আগে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে যায় নদীয়া জেলার চাপড়া বিধান সভার BLO রিঙ্কু তরফদারের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্যে তৃনমূল কংগ্রেস এবং শাসক দল তৃণমূল দায়ী বলে মন্তব্য করলেন অনুপ কুমার মন্ডল। তিনি বিরোধী দল নেতা নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে SIR বন্ধ করার আবেদন জানিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই আবেদনকে মামা বাড়ির আবদার বললেন বিজেপি নেতা অনুপ কুমার মন্ডল,তিনি বলেন, এ যেনো মামা বাড়ির আবদার। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে SIR বন্ধ করতে বলেছেন যেটা কখনোই সম্ভব নয়। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা চাই অবৈধ রোহিঙ্গা ভোটার বাদ দিয়ে, মৃত ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরী করুক নির্বাচন কমিশন।
বিশেষ করে এই SIR ফর্ম ফিলাপ এর শিবিরের আয়োজন করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা শক্তিপুঞ্জের প্রমুখ মহিতোষ ভৌমিক, পলাশীপাড়া বিধানসভার এই মুহূর্তে বিজেপির সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি থাকা বিজেপির নেত্রী সঙ্গীতা ঘোষ, নাকাশিপাড়া বিধানসভার ২০১৬ সালের বিজেপি প্রার্থী অনুপ কুমার মন্ডল, প্রমুখ ও নেতাদের সহযোগিতায় চলছে এই শিবির।
Comments
Post a Comment