কলকাতা উত্তর শহরতলী জেলার উদ্যোগে রক্তদান শিবির।

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, কোলকাতা- রক্তদান মহৎ দান, সেই দান কখনো বৃথা যায় না। এই ডানে একটা মানুষ আরেকটা মানুষকে জীবন দিতে পারে। তাইতো বিজেপি বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে থাকে। কলকাতা উত্তর শহরতলী জেলার উদ্যোগে রক্তদান শিবির করা হয়। এই শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্ত দান করেন। মন্ডল সভাপতি কামেশ্বর তেওয়ারীর উদ্যোগে এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা,জেলা সভাপতি চন্ডীচরণ রায়, প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি, সায়ন্তন বসু, আরএসএস প্রচারক মানিক সরকার  এছাড়া উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন বর্ষীয়ান অনেক নেতৃত্ব এবং মন্ডল নেতৃত্ব গন।

Comments