নদীয়ার বাদকুল্লায় শ্যামাশ্রী মহিলা সমিতির দুর্গাপূজা উদ্বোধনে রাহুল সিনহা।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বাদকুল্লা  - গতকাল নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার বাদকুল্লা স্টেশন এলাকায় শ্যামাশ্রী মহিলা সমিতি দুর্গাপূজা কমিটির উদ্বোধনী আসেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। 

 সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো টি দীর্ঘ কয়েক বছর ধরে হয়ে আসছে। এবছর এই পুজো উদ্বোধনের রাজ্য বিজেপির এক্জাক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
 এছাড়া উপস্থিত ছিলেন BJP SC Morcha রাজ্য সভাপতি ডাঃ সুদীপ দাস, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক বিধায়ক আশিষ কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণ-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী, সুজিত বিশ্বাস , নিউটন সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Comments