ওয়েব ডেস্ক, বাংলাদেশ স্বচ্ছ বার্তা - বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বোয়ালখালির শাকপুরায় মাটির সরস্বতী প্রতিমা তৈরি হওয়ার পূর্বেই অনুভূতির দণ্ড উত্থিত হয়েছে মৌলবাদীদের। ফলশ্রুতিতে একের পর এক অসমাপ্ত প্রতিমা বিধ্বস্ত করেছে জেহাদী মৌলবাদী শক্তি। সূত্র থেকে জানা যায় মৌলবাদীদের এর পিছনে সমর্থন রয়েছে. মাটির প্রতিমা চিন্ময়ী, অর্থাৎ প্রতিমায় চেতনা রয়েছে। যদি তা নাই হত তবে মৌলবাদীদের দল এতটা সঙ্ঘবদ্ধভাবে এ দৈবী শক্তির পিছনে আসুরিক শক্তির প্রতিনিধি হিসেবে প্রতিমা বিধ্বস্তসহ বিবিধ প্রকারের হিংসাত্মক অপতৎপরতায় লিপ্ত হত না।
Comments
Post a Comment