কি বললেন ইসলাম ধর্ম কে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রধান ওয়াসিম রিজভী, মুসলিম ধর্ম ত্যাগ করে কেন সনাতন ধর্ম গ্রহণ করলেন তিনি.

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
অল ইন্ডিয়া মুসলিম লীগের শিয়া বোর্ডের  প্রধান ওয়াসিম রিজভী হিন্দু ধর্ম গ্রহণ করলেন,এবং উনি নাম চেঞ্জ করলেন,নাম রাখলেন  জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী.হিন্দু রীতি রেওয়াজ মেনে নিয়েই ধর্ম গ্রহণ করলেন. শুধু তিনি নিজে একা না তার পরিবারের সকলেই হিন্দু ধর্ম গ্রহণ করছেন.
জুনা আখাড়ার মহামণ্ডলেশ্বর জ্যোতি নরসিংহানন্দ সরস্বতীজী উনাকে পরাবর্তন করালেন।
হিন্দু ধর্ম গ্রহণ করার পর তিনি বলেন, আমাকে মুসলিম সমাজ ত্যাগ করেছে. আমি শুধু মুসলিম ধর্মের খারাপ জিনিস গুলো নিয়ে আওয়াজ তুলে ছিলাম, হজরত মোহাম্মদ সম্পর্কে দু একটা কথা বলেছিলাম. তার চরিত্র সঠিক নয়. তাহলে তিনি কি করে ভগবান হতে পারেন. বরং তিনি সারা বিশ্বের সন্ত্রাসের জনক তিনি. এই সব আমি মানতে পারিনি.তার কারণেই আমাকে এই সমাজ ত্যাগ করেছে. তাই আমি পৃথিবীর আদী ধর্ম সনাতন ধর্ম সহ ইচ্ছায় গ্রহণ করলাম.
আর আমি মনে করি ইসলাম কোনো ধর্মই নয়. এটা একটা সন্ত্রাসবাদীদের আতুরঘর. মানুষ কে ঘৃণা করতে শেখায় এই ইসলাম ধর্ম. তাই এই সন্ত্রাসী ধর্ম ত্যাগ করে আমার কোনো আক্ষেপ বা দুঃখ নেই. বরং আমি আমাদের পূর্ব পুরুষের আদী ধর্ম সনাতন ধর্ম ফিরে আসতে পেরে গর্ববোধ করছি.

Comments