অশোকনগর ইস্কন মন্দির এর তরফ থেকে প্রতিবাদ মিছিল হিন্দু হত্যার প্রতিবাদে

বাপী মিস্ত্রী, অশোকনগর, স্বচ্ছ বার্তা - আজ বিশ্বের 150 টি উপর দেশে ইসকন এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়.
 বাংলাদেশ ইসকন মন্দিরের উপরে হামলা এবং ইসকন মন্দিরের সাধুদের হত্যা করা হয়. সেই কারনে বিশ্বের প্রায় সমগ্র দেশে আজ প্রতিবাদ মিছিল করা হয় ইসকনের  পক্ষ থেকে. স্কুলের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলা দেশে ধর্মীয় সন্ত্রাস বন্ধ করা.
 বাংলাদেশ জেহাদিদের হিন্দু সংস্কৃতির উপর আক্রমণ ও মন্দিরগুলি ধ্বংস করে ফেলেছে জেহাদীরা. তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সারা বিশ্বে.

Comments