বাপী মিস্ত্রী, স্বচ্ছ বার্তা, অশোক নগর - নোয়াখালী দুর্গাপুজো কে কেন্দ্র করে বাংলাদেশী হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার শুরু করেছে জেহাদী মৌলবাদীরা তার প্রতিবাদে আজ অশোকনগরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়. মিছিলে প্রায় 250 মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে.
মিছেলে অংশগ্রহণকারী বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা বলেন, বাংলাদেশের প্রায় 52 টি জেলা জুড়ে চলছে হিন্দুদের সম্পত্তি লুটপাট মন্দির মঠ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া, খুন ধর্ষণ সম্পত্তি লুট পাট থেকে শুরু করে কোন কিছুই বাদ রাখেনি মৌলবাদী জেহাদীরা.হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়িয়ে দিচ্ছেন তারা. তাই বাংলা দেশী হিন্দুদের পাশে আছি এই বার্তা দেওয়ার জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল.
তিনি আরো বলেন, হিন্দুদের দুর্বল ভাবলে ভুল করবে মৌলবাদী জেহাদিরা. আমরা যখন রুখে দাঁড়াবো তখন জেহাদিদের পালানোর পথ থাকবে না.
মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে.
Comments
Post a Comment