পিঙ্কি চ্যাটার্জী, নদিয়া, স্বচ্ছ বার্তা - শান্তিপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের সমর্থনে শান্তিপুর নৃসিংহপুর এ জনসভায় চাঁদের হাট বসে ছিল. জনসভায় একাধিক বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা গেছে. বিধানসভা নির্বাচনে জগন্নাথ সরকার এখান থেকে 15 হাজারের উপরে ভোটে জয়লাভ করেছিল. এই আসনটি ধরে রাখা বিজেপির কাছে শক্ত চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে. তৃণমূল এখান থেকে যেকোন মূল্যে জিততে চাইছে.
তবে এবার উপনির্বাচনে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে. আজকের জনসভায় উপস্থিত থাকতে গেছে দেখা গেছে জনসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে.
Comments
Post a Comment