শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছবার্তা -নতুন পুরানো দুই রাজ্য সভাপতির দিল্লীতে তরিঘড়ি তলফ তার সাথে সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কেও তলব করা হয়েছে .
উপনির্বাচন পর্ব মিটলেই বিজেপির রাজ্য কমিটি তৈরি হতে পারে. হয়তো সেই কমিটিতে কারা কি দায়িত্ব থাকছে তার একটা নীল নকশা তৈরি হয়ে গেলো দিল্লিতে বসেই. ভবানীপুর উপনির্বাচনে যে দুইজন মূল দায়িত্বে ছিলেন সেই অর্জুন সিং ও সৌমিত্র খাঁকেও বড় দায়িত্ব দেওয়া হতে পারেে . দেবজিৎ সরকার, দেবশ্রী চৌধুরী, রাজ কোমল পাঠক, প্রিয়াঙ্কাা ট্রিব্রিয়াল, রাহুল সিনহা, দুধকুমার মন্ডল, লকেট চ্যাটার্জীী, অগ্নিমিত্রা পাল সহ অনেকেই জায়গা পেতে পারে এবারের কমিটিতে.
তবে কলকাতা নির্ভর রাজ্য কমিটি এবার নাও হতে পারে. জেলা থেকেই তুলে আনা হতে পারে একাধিক নেতাকে রাজ্য কমিটিতে. প্রায় তিন ভাগের দুই ভাগ জেলা কমিটি পরিবর্তন হতে চলেছে.
Comments
Post a Comment