দেবলীনা বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
আজ টান টান উত্তেজনায় শেষ শেষ হলো ভবানীপুরের উপ নির্বাচনের প্রচার. প্রিয়াঙ্কা ট্রেবরিয়ালের হয়ে প্রচারে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব সহ একাধিক সেলিব্রেটি. বিজেপির মুখপত্র ডাক্তার সম্বিত পাত্র কে দেখা গেছে প্রচার করতেে বাড়ি বাড়ি. রাজ্যের হেভিওয়েট একাধিক নেতৃত্ব দিনরাত এক করে ফেলেছে ভবানীপুরে.
আজ ভবানীপুরে 84 নং ওয়ার্ডে রুপা গাঙ্গুলী কে প্রচার করতে দেখা গেল দোকানে দোকানে. প্রচারের শেষ লগ্নে তৃণমূলের সাথে বিজেপির হাতাহাতি শুরু হয়. কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না উপনির্বাচনে. নির্বাচনের ফল যাই হোক না কেন. প্রচার দুই দলই সামনাসামনি করেছে. কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েনি. তৃণমূল বিজেপির সংঘর্ষ লেগে যায়়় প্রচারের সময়.একজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি. নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে.
Comments
Post a Comment